নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর
কুষ্টিয়ার খোকসায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলায় বিদ্যুতের তার ও ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।’
প্রতিবেশী জিহাদ নামে এক যুবক গতকাল বৃহস্পতিবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটায়।’
গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে।’
নিহত মনোয়ারা খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপুর ভাবি।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খোকসা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে শহিদুজ্জামানের বাড়িতে ডাকাতরা হানা দেয়।’
ডাকাতিতে প্রতিবেশী জিহাদও অংশ নেয়। একপর্যায়ে জিহাদ গৃহকর্ত্রী মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে হত্যা করে বারান্দায় ফেলে রাখে। প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাসারুজ্জামান ওই দিনই খোকসা থানায় মামলা করেন।’
গ্রেপ্তার জিহাদকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সে পুলিশের কাছে জানায়, তিন বছর আগে এই বাড়ি থেকে ৯ হাজার টাকা চুরির বিষয়ে তাকে অপবাদ দিয়েছিলেন মনোয়ারা। তারই প্রতিশোধ নিতে সে তাঁকে হত্যা করেছে। জিহাদ একই গ্রামের হেলাল শেখের ছেলে। বাসারুজ্জামান বলেন, ডাকাতরা কয়েকজন ছিল। তাদের দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কাউন্সিলর টিপু জানান, ঘটনাস্থলে মনোয়ারাকে গলায় বিদ্যুতের তার ও ওড়না পেঁচানো অবস্থায় পান।’
পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পাওয়া যায়। কারণ অন্য ডাকাতরা পালিয়ে গেলেও তাৎক্ষণিক সে পালাতে পারেনি। ওসি জানান, তিন বছর আগে শহিদুজ্জামানের বাড়ি থেকে ৯ হাজার টাকা চুরি হয়। ওই ঘটনায় জিহাদকে দোষারোপ করা হয়। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সে মনোয়ারাকে হত্যা করে।’