আরশীনগর প্রতিবেদক,
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষে। বঙ্গবন্ধুর মুরালে পুষ্পক অর্পণ শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় বঙ্গবন্ধু সুপার মার্কেট। সভার সভাপতিত্বে করেন, আলহাজ্ব মো: সদর উদ্দিন খান, সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ। সভা পরিচালনায় করেন সাধারণ সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ আমিনুল হক রতন এ্যাড. অনুপ কুমার নন্দী,মিজানুর রহমান মজনু , কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকু উজ জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মমিজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম,সহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, সহ আওয়ামী মহিলালীগ, ছাত্রলীগ ও যুবলীগ এর নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্যে সভাপতি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মে ছিলেন তাই আমরা স্বাধীন ও সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু আদর্শের ধারায়। এবং আরো বলেন বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষের কথা ভাবতেন যে ভাবে বাংলা দুঃখী মানুষের পাশে থেকে মানুষ কে সাহায্য করেছেন প্রতিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দর উচিৎ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জনগণের পাশে থেকে রাজনীতির ধারা অব্যাহত রাখা। কেক কাটা সহ দোয়া মোনাজাত এবং সভায় থাকা নেতৃবৃন্দদের মাঝে খাবার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।