ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত।

arshinagar
জুলাই ৯, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতি বছরের ন্যায় স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছয় বছর ধরে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অতিবাহিত হয়ে আসছে।
আজ ০৯ ই জুলাই দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের নতুন নির্মিত সড়কে দু-পার্শে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন এছাড়া পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক তাশফীন আব্দুল্লাহ এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও স্বপ্নছায়ার অন্যতম সংগঠক শাহরিয়ার আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় তাশফীন আব্দুল্লাহ বলেন , ছাতারপাড়ার এই সড়কটি নতুন নির্মিত হয়েছে সড়কের দু’পাশে বৃক্ষরোপন করলে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে ও পরিবেশবান্ধব হবে। আমরা গত ৬ বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্দেশ্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই বেশি বেশি গাছ লাগান এবং প্রকৃতির উপর যত্নশীল হন।
এছাড়া, স্বপ্নছায়ার এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম আরো বৃহৎ আকারে বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।