ঢাকামঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সৌম্য-মুশফিকের ব্যাটে ঝড়, সিলেটের সামনে কঠিন লক্ষ্য

arshinagar
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেদের হোম ভেন্যুতেই বোলিংয়ে চরমভাবে ভুগল সিলেট সানরাইজার্স। সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে নেতৃত্বে আসা রবি বোপারা বল টেম্পারিং করে বিতর্কের জন্ম দিলেন। তবে এই ঘটনাবহুল ম্যাচে ব্যাট হাতে চমক দেখালেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় তুললেন দুজন। দুই তারকার ব্যাটে চড়ে সিলেটকে ১৮৩ রানের কঠিন লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স।

আজ সোমবার সিলেট পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে স্কোরবোর্ডে ১৮২ রান তুলেছে খুলনা টাইগার্স।

ব্যাট হাতে দুর্দান্ত করা সৌম্য উপহার দিয়েছেন ৮২ রানের ইনিংস। ৬২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও চার ছক্কা দিয়ে। মুশফিকুর রহিম খেলেছেন ৬২ রানের ইনিংস। মাত্র ৩৮ বলে তাঁর ইনিংসে ছিল ছয় বাউন্ডারি ও দুই ছক্কা। আরেক ব্যাটার ইয়াসির আলী ১৮ বলে করেন ২৩ রান।

ম্যাচটি বিতর্কিত অন্য কারণে। আজ হুট করেই নিয়মিত অধিনায়ক সৈকতকে বদলে রবি বোপারাকে নেতৃত্বের দায়িত্ব দেয় সিলেট। সানরাইজার্সের নেতৃত্বে প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দিলেন রবি বোপারা। বিপিএলের ম্যাচে বল টেম্পারিং করে আম্পায়ারদের নজরে পড়লেন ইংলিশ অলরাউন্ডার।

ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। টিভি পর্দায় দেখা যায়, নখ দিয়ে বল আড়াল করে খুঁটছেন সিলেটের অধিনায়ক বোপারা। ব্যাপারটি আম্পায়ারদের চোখে পড়ে। এরপর ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন তারা। আম্পায়ারদের চোখে ধরা পড়ে, বলের আকৃতি পরিবর্তন হওয়া। তাৎক্ষনিকভাবে ওই বল বদলে নতুন বল আনান তাঁরা। পাশাপাশি পাঁচ রান পেনাল্টি দিতে হয় সিলেটকে। ওই পাঁচ রান যোগ হয় খুলনার স্কোরবোর্ডে। বিপিএলে এই প্রথম এমন টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।