আরশীনগর প্রতিবেদক,
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুণঃ প্রতিষ্ঠার” দাবীতে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আগামী ১১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০ টায় সারাদেশের সকল জেলা/উপজেলা সদরে একযোগে মানববন্ধন করবে সংগঠনটি।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত “জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুণঃ প্রতিষ্ঠার” দাবীতে মানববন্ধন পালন করতে দিক নির্দেশনা মূলক পত্র জেলা/উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটি থেকে মানববন্ধন কর্মসূচি পালনের লিখিত নির্দেশনা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাড. অঘোর কুমার সরকার ও সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ।
প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষ বলেন, আপনারা অবগত আছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নীপিড়ন ও ভয় ভীতির কারনে দেশে হিন্দু সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল ৩৩%, স্বাধীনতার প্রাক্কালে ২২%। সরকারী পরিসংখ্যান মতে ২০১৫ সালে হিন্দুর সংখ্যা ছিল ১০.৭%। এর মাত্র ৬ বছর পরে সরকারী পরিসংখ্যান মতে হিন্দুর সংখ্য ২.৮% কমে মাত্র ৭.৯% এ দাঁড়িয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে এদেশ অচিরেই হিন্দু শূন্য হবে। অথচ জাতীয় সংসদ নিরব ভূমিকা পালন করছে। সেকারণে হিন্দু মহাজোট শুরু থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবী জানিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ১১ মার্চ সকাল ১০টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এই মানববন্ধন কর্মসূচি সফল করতে জেলার হিন্দু ধর্মাবলম্বী সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ।