আরশীনগর প্রতিবেদক,
মেহেরপুরের গাংনীতে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা সকলের কাছে পৌঁছে দিতে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গাংনী বাসস্ট্যান্ডে রেজাউল চত্তরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীদুজ্জামান শিপুর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের গাংনী শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সামাদ।
এ শান্তি সমাবেশে হাজার হাজার নারী পুরুষ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য।
শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী এ কারনেই দেশে উন্নয়নের মহোৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগন যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন বিরোধী দল সমুহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র জনগন মেনে নেবেনা। সমাবেশে উপস্থিত সকল নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে একযোগে নৌকার মনোনীত প্রার্থীর জন্য কাজ করার অঙ্গীকার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।