আরশীনগর প্রতিবেদক,
দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা হল বাজার সড়কের পাশে সড়ক ও জনপথ ( স ও জ ) এর জমি দখল করে। আল্লারদর্গা হলুদবাড়ীয় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন দোকান ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে গিয়ে জানা যায়, প্রাগপুর টু কুষ্টিয়া সড়ক ও জনপথ ( স ও জ) এর জমি দখল করে আল্লারদর্গা হল বাজারে পাকা দোকান ঘর নির্মান করেছেন।
এলাকাবাসীর সাথে আলাপ করে গেছে, আল্লারদর্গা হল বাজারে মূল রাস্তার পাশে একটি তার দোকাল ছিলো কিন্তু তার জায়গা বাদেও সরকারি জমি অবৈধ ভাবে দোকান নির্মান করছে, রাস্তা প্রশস্ত করা হলে রুবেল দোকান এর জন্য বাধা সৃষ্টি হবে। সরকারী যায়গা দখল করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা সরকারী কোন দপ্তর নেয়নি। সরকারী যায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের বিষয়ে রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি আমার পাকা দোকান ঘর নির্মান করেছি,সরকারী কোন যায়গা দখল করিনি। এ বিষয়ে কুষ্টিয়ার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় কর্মকতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কাছে এ বিষয়ে লিখিত ভাবে কেউ কিছু জানায় নি,আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি। যদি সড়ক ও জনপথ বিভাগের যায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।