সমন্বিত উদ্যোগে কুষ্টিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবেঃ ডিসি সাইদুল ইসলাম
আরশীনগর রিপোর্ট।। কুষ্টিয়ায় “জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উক্ত সভায় কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক রোকনুজ্জামান, খেয়া রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার সাইদুল বারী টুটুলসহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহবান জানানো হয়।
উক্ত সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুষ্টিয়া জেলার নিরাপদ খাদ্য অফিসার ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব সজিব পাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সমন্বিত উদ্যোগে কুষ্টিয়ায় যে কোন মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য সব মানুষের জন্মগত অধিকার। বর্তমান সরকার এই অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর।