ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবীতে কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

arshinagar
মার্চ ১১, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,
জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখা।
শনিবার (১১মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ
ভয়-ভীতির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের
সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখ-েহিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ৩৩% স্বাধীনতার প্রাক্কালে ২২%।
সরকারী পরিসংখ্যা মতে,২০১৫ সালে হিন্দুর সংখ্যা ছিল ১০.৭%। এর মাত্র ৬ বছর পরে সরকারী পরিসংখ্যা মতে, হিন্দুর সংখ্য ২.৮% কমে মাত্র ৭.৯% এ দাঁড়িয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে এ দেশ অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে।
অথচ জাতীয় সংসদ নিরব ভূমিকা পালন করছে। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই একমাত্র দাবি তাদের।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট
অঘোর কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ, সংগঠনিক সম্পাদক সহাদেব অধিকারী, বিমল সেন, বিধান মাস্টার, শিক্ষিকা মিনু প্রদ্দার, সুকরা নদ্দী, প্রদীপ মন্ডল প্রমুখসহ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।