আরশীনগর প্রতিবেদক,
এ দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন
জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন,আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতেও নেতৃত্ব দেওয়া দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমি যে দলই করি না কেনো নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে আছি, নির্বাচনে তার সঙ্গেই থাকবো। চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবারও আমাদের নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার (১৬মার্চ) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইনু বলেন,বিএনপি আমলে ১৪বছর অন্ধকারে ছিল দেশ। আর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা-বিদ্যুৎ গ্যাসসহ সবকিছুতেই আলোকিত হয়েছে দেশ। তার সুফল আমরা সহ সকল দলের মানুষ ভোগ করছেন। তাই এ সরকারের সমালোচনা করার আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উচিত তার পরিবারের দুর্নীতি নিয়ে জনগণের কাছে জবাবদিহি করা।
এসময় ইনু আরও বলেন, নিত্য পন্যের দাম বৃদ্ধিও সাথে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে,তবে সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে ইনু বলেন বাজার সিন্ডিকেট দমন করার কোন বিকল্প নেই, আমরা চাই ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে।
সুধী সমাবেশে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,
মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, পিটিআইয়ের হারুন রশীদ, ডাক্তার সিদ্দিকুর রহমান, হামিদুর প্রমুখসহ সুধী সমাবেশে স্থানীয় নারী-পুরুষ, সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।