ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা, জামিন পেয়ে পুনরায় হুমকি

arshinagar
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর

‘রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতটা গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানের ছেলে ঢাকা তেজগাও কলেজের শিক্ষার্থী সজিব মন্ডলকে হত্যার উদ্দ্যোশে কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নত অপরাধীরা। এ ঘটনায় সজিবের পিতা মজিবর রহমান বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।’
‘এজাহার সুত্রে জানা গেছে, ৬ ফ্রেরুয়ারী রাত আনুমানিক ১১ টার দিকে সজীব মন্ডল বাড়ি থেকে বের হয়ে পাশেই পুকুর পারে আসলেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীও অস্ত্র নিয়ে সজীব মন্ডলের উপর হামলা চালায়। সজীবের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এক পর্যায়ে সজীব মারা গেছে ভেবে ফেলে রেখে যায় তারা। এ সময়  স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্ব আহত সজীবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এখনো সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।’
‘পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মামলার বাদী গুরুত্ব আহত সজীব মন্ডলের পিতা মজিবর রহমান জানান, আমার ছেলেকে যারা মেরেছে তারা এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায় তারা আমাদের কাছে চাদা দাবি করা সহ নানা ভাবে হয়রানির চেষ্ঠা করে আসছিল। ইতিপূর্বে ফেসবুক ম্যাসেঞ্জারে আল আমিন শেখ নামের এক ব্যাক্তি অস্ত্রের ছবি দিয়ে শাকিল ও সজীব মন্ডলকে মেরে ফেলার হুমকি দেয় এ ঘটনাটি তাৎক্ষনিক পুলিশকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করে। তারই অংশ হিসাবে আমার কলেজ পড়ুয়া ছেলের উপর নির্মমভাবে হামলা করেছে। এ ঘটনার সূত্র ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’
‘গুরুত্ব আহত সজীব মন্ডলের পিতা মজিবর রহমান বাদী হয়ে ওবায়দুর রহমান পলাশ, এহসান শেখ, বিল্লাল মোল্লা, লালটু মোল্লা, ফারুখ শেখ, মজনু শেখ, আল আমিন শেখ, সুরুজ মোল্লা, এলেম মন্ডল, মনিরুল ইসলাম, সুজন শেখ, আব্দুল কাদের জিলানী, আলেক শেখ, মোঃ শিপনের নামে কালুখালী থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করে। মামলা নং-৬ তাং-০৮/০২/২০২৩ ইং। এ মামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত কালুখালী থানা পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।’
‘সোমবার এ মামলায় ৭ জন আদালতে হাজির হইয়া জামিন আবেদন করলে ৬ জনকে জামিন দেন এবং সরুজ মোল্লা নামের এক আসামীকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।’
‘এদিকে সোমবার আদালত থেকে জামিনে এসেই নানা ভাবে সজীব মন্ডলের পরিবারের উপর হুমকি দিচ্ছে, সেই সাথে মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে জানান মজিবর রহমান।’
‘এ ঘটনায় থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।’
‘এ ব্যাপারে এ মামলার তদন্তকারী অফিসার এস আই প্রদ্বীব কুমার বলেন, আমরা আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।