আরশীনগর প্রতিবেদক,
বাংলাদেশের নব নির্বাচিত ২২ তম মহামান্য রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহবুদ্দিন চুপ্পুর সাথে সাক্ষাত করেছেন ঢালিউডের বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফ। নিউইয়র্ক থেকে দেশে এসেই গতকাল দুপুরে গুলশানে অবস্থিত অফিসে সাক্ষাৎকালে বাংলাদেশের ২২ তম মহামান্য রাষ্ট্রপ্রতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাপতি আহমেদ শরীফ। কুশল বিনিময়কালে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির স্বরণিকা ও প্রত্যয় যুব সংঘের বাৎসরিক ক্রোড়পত্র তুলে দেন মহামান্যের হাতে। এসময় উপস্থিত ছিলেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন। সাক্ষাৎ শেষে আহমেদ শরীফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশের যিনি নতুন রাষ্ট্রপ্রতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত বিনয়ী ভালো মানুষ। আমার বিশ্বাস তিনি এদেশকে একজন সত্যিকারের অভিভাবকের মতই দেখভাল করবেন। তার মধ্যে সেই গুণাবলী রয়েছে, যা সকলেই অবগত আছেন। আমি অত্যন্ত খুশি যে আমার পার্শ্ববর্তী জেলা পাবনার সন্তান মহামান্য। নদীর এপার আমার বাড়ী ওই পার তার বাড়ি। সাক্ষাতে তার বিনয়ী মনোভাব অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা আমাকে মুগ্ধ করেছে। উল্লেখ মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (জন্ম: ১০ ডিসেম্বর ১৯৪৯। তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। যিনি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার। মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ শপথ গ্রহণ করবেন।