ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের ধারালো অস্ত্রের কোপে বাবা খুন, মা-মেয়ে গ্রেফতার

arshinagar
আগস্ট ২৬, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,
চুয়াডাঙ্গার জীবননগর দেহাটি গ্রামে   ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেয়ে বাবাকে  হত্যা করেছে।পুলিশ হত্যার  অভিযোগে মা মেয়েকে গ্রেফতার করেছে।
শনিবার  সকাল সাড়ে  ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমান মতি(৫৫)কে তার মেয়ে ময়না খাতুন(২৫)ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। অনৈতিক প্রস্তাব দিলে পিতার প্রতি ক্ষিপ্ত হয়ে এ হত্যা কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে মেয়ের মা তাসলিমা খাতুন। স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান  জানান, মতিয়ার রহমান মতি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তার হত্যার কথা শুনে ছুটে এসেছি।তবে তার বিরুদ্ধে মা মেয়ের  অভিযোগ  ভিত্তিহীন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে নিহতের বাড়িতে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।