আরশীনগর প্রতিবেদক,
মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়। এসময় সেখানে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়।
র্যালীতে অন্যদের মধ্যে জেলা পরিসংখ্যান কর্মকর্তা বছির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।