নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর
দীর্ঘ দেড় যুগ পর চালু হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার।’
রবিবার (১৯ফেব্রয়ারি) দুপুরে প্রসূতি মোছাঃ ঝর্না খাতুনের সিজারিয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন চালু কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।’
এ সময় মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিযুস কুমার সাহার তত্বাবধায়নে ও আবাসিক মেডিকেল অফিসার জোবাইদা ফারজানা জেরিনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনি) ডা. ফারহানা মনসুর ঝুমুর, এনিস্থিয়া ডা. রাজকুমার ও ইনচার্জ ডা. রুমা খাতুন প্রথম অপারেশন পরিচালনা করেন। এছাড়াও অপারেশন চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক ও গণমাধ্যম কর্মীরা। প্রথম অপারেশন হওয়া ঝর্না খাতুনের মা বলেন, স্বাভাবিকভাবে সন্তান না হওয়ায় তার মেয়েকে মিরপুর হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। আমার মেয়ের ছেলে সন্তান হয়েছে। উপজেলা হাসপাতালে অপারেশন চালু না হলে ধার- দেনা করে বেসরকারি ক্লিনিক অপারেশন করা লাগত। খুবই উপকৃত হলাম।’
হাসপাতাল সূত্রে জানা যায়, সপ্তাহে রবিবার ও বুধবার দুইদিন সিজারিয়ান অপারেশন করা হবে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনামূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সেবা সুবিধা পাবেন। এ প্রসঙ্গে মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, মিরপুর বাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন আজ পূরণ হল। দ্রæত তিনি মাহবুবুল আলম হানিফ এমপির মাধ্যমে সপ্তাহে ৭ দিন হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালুর তাগিদ দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুস কুমার জানান, আমি ২০২০ সালে যোগদান করি। এসে অপারেশন থিয়েটার বন্ধ পাই। পরে কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে কনসালটে>ট নিয়ে এসে নতুন করে অপারেশন চালু করতে পেরে ভালো লাগছে। উপজেলা বাসিকে মিরপুর হাসপাতালে সেবা গ্রহণের আহ্বান জানান।’