আরশীনগর প্রতিবেদক,
২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত।
বুধবার(১৫ মার্চ) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিরপুরের আয়জনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক ডক্টর হায়াত মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া যশোর উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোঃ সেলিম হোসেন,ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনিসুর রহমান,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহিরুল ইসলাম প্রমুখ। এ সময় ছাতিয়ান এর কৃষক ও কৃষানিদের সাথে অতিথিবৃন্দ মত বিনিময় করেন। পরে রবি মৌসুমে ছাতিয়ান এলাকায় রোপন কৃত ভুট্টা(এন এইস ৭৭২০) জাত প্রদর্শনীর পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।