ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

arshinagar
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

নোয়াখালীর হাতিয়ায় সম্পত্তির বিরোধে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) ও তার মাকে (৩৫) পিলারে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে।’

এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।’

স্কুলছাত্রীর বাবার অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সম্পত্তির বিরোধে প্রতিপক্ষরা তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদে রশি দিয়ে পিলারে বেঁধে নির্যাতন করেন। বুধবার ওই ঘটনার একটি ভিডিও জিল্লুর রহমান তার টিকটক আইডিতে ছেড়ে দেন। পরে এ ঘটনায় থানায় মামলা ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়।’

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।