ভেড়ামারায় বঙ্গবন্ধুর সাথে ঘাতক জিয়ার ম্যুরাল নির্মানের প্রতিবাদে কুষ্টিয়ায় বিশাল মানববন্ধন ও ডিসি’র নিকট স্মারকলিপি
আরশীনগর রিপোর্ট : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পরিষদের মূল ভবনের সামনেই বঙ্গবন্ধু ও জিয়াকে সমঅবস্থান দিয়ে নির্মিত ম্যুরালের ছবি ২৪ ঘন্টার মধ্যে ঘাতক জিয়ার ম্যুরাল অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
আজ সকালে কুষ্টিয়া জেলার প্রাণ কেন্দ্র কুষ্টিয়া এন এস রোডে অবস্থিত বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষভে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাবববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজু। আরো উপস্থিত ছিলেন, মাবববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খান সহ আরো অনেকে। এসময় বক্ত্যরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে ঘাতক জিয়ার ম্যুরাল অপসারন করতে হবে না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধন ও বিক্ষোভ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।