ঢাকাশনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা চোরা সড়ক :: গাংনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, ১৫ যাত্রী আহত

arshinagar
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভাঙা চোরা সড়কে চলন্ত যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ অনন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আল্লার দান নামক একটি যাত্রীবাহি বাসের রেজিস্ট্রেশন নং-(যশোর-জ-১১-০০৪) কুষ্টিয়া থেকে যাত্রি নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি কদম গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ যাত্রিরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

গাড়ির চালক আহত কুরবান আলী জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি খাদাখন্দে ভরা। যা চলাচলের একেবারেই অযোগ্য। যাত্রী নিয়ে আসার সময় পোড়াপাড়া নামক স্থানে পিছনের চাকার স্প্রিং ভেঙ্গে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পার্শবর্তী গাছের সাথে ধাক্কা লাগে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, একটি বাস দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বাসের সামনের অংশ ভেঙ্গে গেছে। পুলিশের একটি টীম ঘটনাস্থলে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।