ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের লাঠির আঘাতে কিশোরীর মৃত্যু

arshinagar
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

জামালপুরের দেওয়ানগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে সুলতানা আক্তার মীম (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুলতানা আক্তার মীম ওই গ্রামের আবু সাইদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় বড়ভাই মামুন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে সুলতানা আক্তার মীমের তালাক হয়। তালাকের পরও সাবেক স্বামীর সঙ্গে মীম যোগাযোগ অব্যাহত রাখলে বড়ভাই মামুন ক্ষিপ্ত ছিলেন। এ নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

বুধবার সকালে এনিয়ে মীম-মামুনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন মীমকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।