ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বিপুল অবৈধ ভারতীয় চালানসহ ৩ চোরাকারবারী আটক

arshinagar
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

র‌্যাব-৭,চট্টগ্রামের অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ ৪৪ লাখ টাকার মালামাল উদ্ধারসহ তিনজন চোরাকারবারী আটক।

অদ্য ২০ ফেব্রুয়ারি সকাল ৭ঃ৩০ টায় একটি আভিযানিক দল ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্টে গাড়ী তল্লাশী শুরু করে। র‌্যাব সদস্যরা গাড়ীটিসহ আসামী ১।মোঃ মোজাম্মেল হোসেন (৩০),২।মোঃ দেলোয়ার হোসেন (৩৫) ৩। শাহ আলম পাটোয়ারী (২৭) কে আটক করে।

্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,কতিপয় চোরাকারবারী সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাইকৃত ভারতীয় কাপড় একটি কাভার্ডভ্যান যোগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ছাগলনাইয়া হতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে নিয়া যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামীদের আটক করে। আটককৃত আসামীদের দেখানো ও সনাক্তমতে ২৫ বস্তায় মোট চোরাইকৃত ১,৭৮৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং চোরাই মালামাল বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।’

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সীমান্তবর্তী দেশ ভারত হইতে অবৈধ উপায়ে চোরাইকৃত ভারতীয় শাড়ি সংগ্রহ পূর্বক ঢাকা, চট্টগ্রাম জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ৪৪ লক্ষ টাকা।’

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।