আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়া লেডিস ক্লাবের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় লেডিস ক্লাবের কনফারেন্স রুমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি আইরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিডিএলজি আরিফ উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার স্বাধন কুমার বিশ্বাস,
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিডিএলজি’র
সহধর্মিনী লেডিস ক্লাবের সহ-সভাপতি রোজী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক শিল্পী দাস, কোষাধক্ষ্য মর্জিনা খাতুন, সাহিত্য ও প্রচার সম্পাদক আফরোজা আক্তার ডিউ, এছাড়াও ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সংস্কৃতি অংশগ্রহণ কারী ও সাংবাদিকদের মাঝে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসকের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি আইরিন আক্তার।


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।