আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬-ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বরণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ১৯/০৩/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া দৌলতপুরের মধ্যমনি, ফিলিপনগরের কৃতি সন্তান, কুষ্টিয়া-১,দৌলতপুরের সংসদ সদস্য এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা এম.পি।বিশেষ অতিথিগন ছিলেন-ফিলিপনগর মাধ্যমিক
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ফিলিপনগরের মানুষ গড়ার কারিগর আলহাজ্ব আবু তাহের, এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন-সাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও (ফিলিপ নগরের কৃতি সন্তান), বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,ফিলিপনগরের কৃতি সন্তান ইন্জিনিয়ার ইলিয়াস হোসেন,শরিফুল কবির স্বপন(ফিলিপনগরের কৃতি সন্তান ও জাসদ নেতা),ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু, ফিলিপ নগর মরিচা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ-মানুষ পড়ার কারিগর মতিউর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক-মানুষ গড়ার কারিগর অজিজুল হক(বিএসসি),ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গনি, তৌহিদ সরদার আওয়ামীলীগ নেতা দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদা সিদ্দিকা “সভাপতি ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়”।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজু আহমেদ, ওয়াসিম কবিরাজ, শামীউল ইসলাম, তৌহিদ হোসেন, আব্দুল হাকিম, ‘মামুন কবিরাজ সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে তিনারা বলেন, ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয় আমাদের চর অঞ্চলের ছেলে-মেয়েরা কঠোর পরিশ্রম করে মেধার বিকাশ ঘটিয়ে আজ দেশ-বিদেশের নামী-দামী বিশ্ববিদ্যালয়-কলেজ, মেডিকেল কলেজে পড়ালেখা করে বিভিন্ন সরকারী-বেসরকারী চাকুরীতে ভালো ভালো পদ-পদবীতে রয়েছেন। আমাদের ফিলিপনগর নদী গর্ভে বিলীন হলেও আমরা আমাদের সন্তানদের মেধা বিলীন হতে দেইনি, আমরা আমাদের যার যার পরিবারের যতটুকু সমর্থ্য আছে সেটুকু দিয়েই আমাদের সন্তানদের সু শিক্ষায়-শিক্ষিত করার চেষ্টা করি। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়, নবীনদের বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।