ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে — কুষ্টিয়ায় তথ্য সচিব মকবুল হোসেন

arshinagar
মে ২৯, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে
— কুষ্টিয়ায় তথ্য সচিব মকবুল হোসেন

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে ২১ লাখ ৮০ হাজার টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে ২১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরের দিশা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সাংবাদিক কল্যান ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, আরো বক্তব্য রাখেন , বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, ভারপ্রাপ্ত মহাসচিব মহসিন কাজী, যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, কোষাধাক্ষ্য খায়রুজ্জামান কামাল। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহামুদ হাসান। দুুপুর ২ টায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ১১ জন সাংবাদিককে অনুদান বাবদ ৭ লাখ টাকা ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বাবদ ১৪৮ জনকে ১৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়নে কাজ করে চলেছেন। কল্যান ট্রাষ্ট্রের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহায়তা করা হচ্ছে। সাংবাদিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। হলুদ সাংবাদিকতা নয়, পজেটিভ সাংবাদিকতা করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে পজেটিভ হতে হবে ও সাংবাদিকতার নিয়ম মেনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে। কাঙাল হরিনাথের আদর্শ ধারণ করতে হবে। সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে তবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে সকলকে এক থাকতে হবে। রবীন্দ্রনাথ, নজরুলকে হৃদয়ে রাখতে হবে আর বঙ্গবন্ধুকে রাখতে হবে মাথায় করে। যারা বঙ্গবন্ধুকে মানেনা তারা রাজাকার, দেশদ্রোহী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।