আরশীনগর প্রতিবেদক,
স্কুলের এক শিক্ষার্থীকে পাইপ দিয়ে আঘাত করেছেন স্বয়ং প্রধান শিক্ষক। কানে আঘাত পেয়ে রক্তাক্ত স্কুল ছাত্র সাব্বির হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় প্রধান শিক্ষক আবদুর রশীদ চৌধুরি সাব্বিরের উপর এমন অমানবিক চড়াও হোন।’
ঘটনার সময় বিদ্যালয়ে বন্ধু নাঈমের সাথে ঘুরছিলো সাব্বির। এসময় নাঈম নবম শ্রেনীর এক ছাত্রীকে ভাবী বলে সম্বোধন করেন। এতে ক্ষুব্দ হয়ে ওই নারী শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেন। ভয়ে নাঈম বিদ্যালয় ছেড়ে চলে যান। কিন্তু প্রধান শিক্ষক সাব্বিরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।’
নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক লোহার পাইপ দিয়ে সাব্বিরের কানে আঘাত করেন। সাথে সাথেই মাটিতে পড়ে যায় সাব্বির। অন্যরা এসে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। আহত শিক্ষার্থী সাব্বির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছোন্দহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সে। ভুক্তভোগী আহত শিক্ষার্থী সাব্বিরের মা সাবিনা খাতুন বলেন, অমানবিকভাবে আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমরা গরিব মানুষ বিচার কার কাছে চাইবো? আমি প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি করছি।’
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জোবাইদা ফারজানা জেরিন বলেন, কানের ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি হন ওই শিক্ষার্থী। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’
তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসা করাবেন বলেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন,বিষয়টি আমি শুনেছি। আসলেই এটা দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।