আরশীনগর প্রতিবেদক,
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাসে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন। আজ (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার আরিফ (২৪), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮) ও রুবেল (২২)।
জানা গেছে, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ (পটিয়া বাইবাসে পৌঁছালে চট্টগ্রামমুখী লোকালবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইটকোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা লাগে৷ দুই গাড়ির মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই একজন নিহত ও অনেকে আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। গাড়ি দু’টি পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান।