নানা আয়োজনে কুষ্টিয়া জেলাজুড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
আরশীনগর প্রতিবেদক।।
আজ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে সকাল সাড়ে সাতটার সময় পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। পুষ্প অর্পণ করেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা,বিভিন্ন কলেজ ও স্কুল এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদ ইসলাম বিপ্লব এর নেতৃত্বে ক্লাবে অন্যান্য সদস্যরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।