আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের বুদ্ধিমত্তায় ধরা পড়ল প্রতারক। অপহরণের নাটক সাজাতে গিয়ে শ্রী ঘরে গেল মাহিরুল নামে সেই যুবক।
৯৯৯ এ কল করাটাই তার কাল হলো। বুধবার (২২ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে স্বেচ্ছায় আত্নগোপন করে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকা থেকে অপহরণ হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা চায় অপহরণকারী এই বলে নিকটাত্মীয় কিরন কে মোবাইলে জানায়। কিরণ ৯৯৯ এ কল দেয়। মাহিরুলের শ্বশুর দৌলতপুর থানায় যোগাযোগ করেন। অভিযোগের ধরন শুনে সন্দেহ হয় কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের। প্রযুক্তির সহায়তায় মাহিরুলের অবস্থান নিশ্চিত হয়ে দৌলতপুর
উপ-পরিদর্শক আবু জাফর বৃহস্পতিবার বিকাল ৩ টায় আল্লারদর্গা এলাকা থেকে উদ্ধার করেন তাকে । অনলাইনে জুয়া খেলে টাকা হেরে এই নাটক সাজিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মারিরুলের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।