আরশীনগর প্রতিবেদক,
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া শাখার চৌকশ আভিযানিক দল ১৪-ই-মার্চ, দৌলতপুরে পৃথক দুইটি অভিযান করেন। একটি অভিযান দৌলতপুর থানার, মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বাবুল হোসেনের স্ত্রী দিপা খাতুন তার হেফাযতে রাখা ৩ (তিন)কেজি-৪০০(চারশত) গ্রাম গাঁজা সহ আটক করেন।যাহার বাজার মূল্য ১,৩৬,০০০ (এক লক্ষ ছত্রিশ) হাজার টাকা। বাবুল হোসেন ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।বাবুলের স্ত্রী সহ, বাবুল হোসেনকে পলাতক আসামী করে দৌলতপুর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আইন ২০১৮ এর ৩৬ (১) সরণির ১৯ (ক) ও ৪১ ধারাতে, মামলা হয়। যাহার মামলা নং – ৩০, তারিখ, ১৪/০৩/২০২৩। এদিকে একই থানার অন্তর্ভুক্ত হোগলবাড়িয়া ইউনিয়নের, আল্লাহর দর্গা-জয়রামপুর গ্রামের, মৃত মোসলেম মোল্লার ছেলে মাসুদুজ্জামান ওরোফে স্বপনকে ৪০০(চারশত) পিচ
নিষিদ্ধ নেশাজাত ট্যাবলেট টাপেন্টা সহ গ্রেফতার করেন। যাহার আনুমানিক বাজার মূল্য ৮০,০০০ (আশি) হাজার টাকা। এ বিষয়ে দৌলতপুর থানাতে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আইন ২০১৮ এর ৩৬-সরনির ২৯(ক) ধারায় মামলা দায়ের হয়। যাহার মামলা নম্বর হয়-২৯। তারিখ ১৪/০৩/ ২০২৩।উল্লেখিত পৃথক পৃথক দুইটি মামলার অভিযানের দিক নির্দেশনা দেন মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ-পরিচালক(ডিডি) পারভীন আক্তার।অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখা পরিদর্শক(ইন্সপেক্টর)মাহবুবা জেসমিন রুমা। উল্লেখিত দুইটি মামলার সঙ্গীয় ফোর্স ছিলেন-“খ” সার্কেলের সহকারী উপ-পরিদর্শক শেখ কামাল ও সর্ব সিপাই। দুইটির মধ্যে ও টাপেন্টার মামলার অভিযোগ দাখিলকারী “খ”সার্কেলের উপ-পরিদর্শক(এস আই) সানোয়ার হোসেন,যাহার মামলা নম্বর-২৯।তারিখ ১৪-ই-মার্চ-২০২৩ ও আরেকটি মামলার এজাহার দাখিলকারী পরিদর্শক(ইন্সপেক্টর) মাহবুবা জেসমিন রুমা। যাহার মমলা নং- ৩০।তারিখ ১৪-ই-মার্চ-২০২৩।
এ বিষয়ে এ মামলা দুইটির নেতৃত্বে থাকা পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবা জেসমিন রুমার কাছে অভিযানের বিষয়ে জানতে চাওয়া হইলে তিনি বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা শাখার অন্তর্ভুক্ত আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সে ক্ষেত্রে হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ-পরিচালক স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি,সেই মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার ” খ” সার্কেলের দায়িত্বে আমি আছি,আমি ও আমার সদস্যগন মাদকের কোন আপোষ না করে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি,এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।