ঢাকাসোমবার , ৭ মার্চ ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নানা আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ

খালিদ হাসান রিংকু
মার্চ ৭, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনামুলক ভাষণের উপর আলোকপাত করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযােগীতা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।