জন্মভূমি কুষ্টিয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
আরশীনগর রিপোর্ট।। বৃহস্পতিবার (৫ মে ২০২২) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিজ জন্মভূমি কুষ্টিয়ায় পৌঁছেছেন ৫ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায়। কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছানোর সাথে সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পময় শুভেচ্ছা জানান। ফুলে ফুল সিক্ত হয়ে ওঠেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জেলা প্রশাসকের পক্ষে ডিডিএলজি মৃনাল কান্তি দে, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার খাইরুল আলম পৃথক পৃথক শুভেচ্ছা জানান। এসপি খাইরুল আলম ও ডিডিএলজি মৃণাল কান্তি দে এ সময় প্রধান বিচারপতির সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন। এরপর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল প্রধান বিচারপতিকে বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন। অভিবাদনমঞ্চে প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও ডিডিএলজি।
এ সময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ, বিচারকগন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং কুষ্টিয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।