আরশীনগর প্রতিবেদক,
দৌলতপুর উপজেলা ১২ নং বোয়ালিয়া ইউনিয়ানের শেহালা গ্রামের ৩-নাম্বার ওয়াডের একটি মহল্লার জনগণের কষ্টের টাকায় গড়া গোরস্থান। শেহালা উত্তর পাড়া নামের গোরস্থান নাম বদল করে ( নুরুল হক ) নামে ব্যক্তি মালিকানা নাম ব্যবহার করছেন। গ্রামের একটি প্রভাবশালী ব্যক্তি নিজের প্রভাব খাঠিয়ে কিছু জমি দান করে নিজের বাবার নাম ব্যাবহার করছেন। এতে করে গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রামের মানুষ বলেন আমাদের রক্ত পানি ঘাম ঝরানো টাকা ও গোরস্থানের মধ্যে রয়েছে। গ্রামের মানুষ আরো বলেন আমাদের প্রায় ৩-বিঘা গ্রামের প্রতিটা মানুষের অর্থায়নে জমি ক্রয় করা হয়েছে গোরস্থানের জন্য। এবং অনেক আগে থেকে এই গোরস্থান উত্তরপাড়া নামে নাম করণ ও পরিচিত ছিল এবং মানুষ দাফন হতো। কিন্তু গ্রামে একজন কিছু জমি দান করে তার টাকা এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবার নাম ব্যাবহার করছেন। কিন্তু আমরা চাই না এটা কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যক্তি নামে নাম করন করুক। আমরা চাই আমাদের মহল্লার জনগণের টাকায় গোরস্থান জনগণের সিদ্ধান্তের নামকরণ করা হোক আগের নামে এটাই আমাদের দাবি। কেউ যদি কিছু দান করে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চান আল্লাহ তালা তার নিশ্চয়ই উত্তম প্রতিদান করবেন। কিন্তু গ্রামের মানুষের মতামত না নিয়ে গোরস্থানে নাম ব্যক্তি মালিকানা নামে নামকরণ করে অপরাধযোগ্য মুলক কাজ করেছেন । তার আমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বিষয় গোরস্থানের কমিটির ক্যাশিয়ার ও সেক্রেটারি জনিরুল মেলেটারির সাথে কথা বলে তারা কোন ফয়সালা পাই নাই। তাদের মতামত ক্যাশিয়ার ও সেক্রেটারি প্রভাবশালী ব্যক্তির কাছে কোন একটা বিষয়ে জিম্বি। গ্রামের মানুষ বলেন এই বিষয়ে অনেকেই কথা বল্লে তিনি কোন গুরুত্ব বা ভুমিকা পালন করেন না।