ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যানের ইন্ধনে চিলমারীতে সংঘাত,বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর,লুটপাট

arshinagar
মার্চ ৩০, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,
বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান চিলমারী বাজার মসজিদ থেকে কাজীপাড়া,সুকার ঘাট অভিমূখে রাস্তার প্রথম ১০০/১৫০ ফিট অংশের দৈর্ঘ্য-প্রস্থ (গতিপথ )নির্ধারণ করেছেন। স্থানীয়দের ভাষ্য, তার এই স্বার্থপরতা ও কূটকৌশলের জন্যই গত ১ বছরের মধ্যে কয়েক দফা  সালিশ সভা করেও এই রাস্তার সীমানা(গতিপথ) নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফলে বাড়ছে সামাজিক বিভক্তি,মারামারি,পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা।
২০২২ সালে  চিলমারী বাজার সংলগ্ন রাজ্জাক খাঁ,ইউসুফ খাঁর নামীয় ৭ বিঘা জমি ন্যায্য মূল্যে কিনে নেন জলিল খা। এই জের ধরে আব্দুল মান্নানের সাথে জলিল খাঁর সম্পর্কের অবনতি ঘটে। সরেজমিনে দেখা   গেছে, মসজিদ,মসজিদের সামনের রাস্তা জলিল খার জমির উপর অবস্থিত। এ ব্যাপারে জলিল খাঁর ছেলে শাহাদাত হোসেন বাদী হয়ে চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন যার নং মিস ৭৯/২৩। তফশীলি জমিতে ২য় পক্ষের(বিবাদী আব্দুল মান্নান) প্রবেশ বারিত করেন বিজ্ঞ আদালত। বাজার কমিটির সভাপতি আব্দুল জলিল শিকদার বলেন, রাস্তার প্রথম অংশে রাস্তার জন্য জমিদানকারী জলিল খাঁ বলছেন রাস্তা হবে সোঁজা। কিন্তু চেয়ারম্যান আব্দুল মান্নান বাজার সংলগ্ন জমিগুলো মাপজোখ না করেই খেয়াল খুশিমত রাস্তা আঁকাবাঁকা করে নির্মাণ করেছেন যাতে  তার স্বার্থ  রক্ষা হয়। রাস্তা সোজা হলে চেয়ারম্যানের সমর্থক মন্ডল বংশের লোকজনের ৪/৫ টি দোকান ভাঙ্গা পড়বে। জানা গেছে, চিলমারী টহ বাজার বুধবার,রবিবার সপ্তাহে ২ দিন বসে। বিধি মোতাবেক টহ বাজারের ইজারা প্রাপ্ত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এই বাজারের নিয়ন্ত্রন চান চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক একই এলাকার নুরী মন্ডল,মাহবুব মন্ডল,মিজানুর রহমান মেজনু মন্ডল। মঙ্গলবার (২৮/০৩/২০২৩)  রাত ১০ টায় মন্ডল বংশের লোকজন মাহবুব মন্ডলের নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরধরে হাতে লাঠি লোহার রড লোহার হাতুড়ি, রামদা ও হাসুয়া নিয়ে বে-আইনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে টিনের বেড়া,দরজা, জানালা ও সোকেচের কাঁচ ভাংচুর করে। এরপর তার আপন চাচাতো ভাই সজিব খান, ইসমাইল খান, সিদ্দিক খাঁর বাড়ি ভাংচুর করে। নজরুল, কমল  সজিব খানের সোকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫,০০০/- টাকা ও ০১ ভরি স্বর্নলংকার এবং ৩ টি ছাগল, ইসমাইলের ৩ টি গরু নিয়ে যায়। বর্তমানে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় মাহাবুল মন্ডল (৪৫) মোঃ আবেদ  (২৫), নজরুল (৪০), কমল মন্ডল (২৩), নজরুল মন্ডল, সালাউদ্দিন মঞ্জ (৩০), আলমগীর মন্ডল (৩৫), আকবর মন্ডল (৪০)সহ ২২ জনের নাম উল্লেখ করে একটি এজাজার জমা দায়ের করেন তিনি। মামলা প্রক্রিয়াধীন। ভাংচুরের ঘটনায় অভিযুক্ত মাহাবুল মন্ডলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ভাতিজা আল-আমিন বলেন, আমাদের ফাঁসাতে নিজের ঘর নিজেরা ভেঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জানতে চেয়ারম্যান আব্দুল মান্নান কে মোবাইল মারফত একাধীক বার কল দিলেও তিনি সাঁড়া দেন নি।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে  জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।