আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ার কুমারখালি গ্রামীণ ব্যাংক শিলাইদহ শাখার উদ্যোগে কেন্দ্র প্রধান বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ শে ফেব্রুয়ারি বুধবার নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কেন্দ্র প্রধান বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হয়।’
বিভিন্ন শাখায় কেন্দ্র থেকে আগত কেন্দ্র প্রধানদের মাঝে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া এরিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী আব্দুস সেলিম। এছাড়া অত্র শাখার ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট সহকর্মীবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় গ্রামীণ উন্নয়নে গ্রামীণ ব্যাংকের অবদান এবং ব্যাংক হতে সদস্যদের প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।’
আলোচনায় বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র প্রধান গন গ্রামীণ উন্নয়নে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উন্নয়ন ও অবদানের কথা তুলে ধরেন। এ সময় আঞ্চলিক ব্যবস্থাপক তার বক্তব্য বলেন দিন দিন গ্রামীণ ব্যাংক মানুষের নিকট আরো গ্রহণযোগ্য হচ্ছে, এর সাথে সংশ্লিষ্ট সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়ন হচ্ছে, তাদের নিজেদের আর্থিক সমৃদ্ধি আরও মজবুত হচ্ছে, এই ব্যাংক সমগ্র বাংলাদেশ তথা এদেশের মানুষের একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করেন , আর এই সম্পদ টিকিয়ে রাখতে কেন্দ্র প্রধানদের গুরুত্ব অপরিসীম, আলোচনা শেষে সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।’