ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর আহত ৪ কুষ্টিয়া শহরে সাংবাদিক নাসিরের উপর মাদক কারবারীদের হামলা

arshinagar
এপ্রিল ৯, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজারে গতকাল বিকেলে ইফতারের আগ মুহুর্তে দুই পক্ষের বাক বিতন্ডা এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সাংবাদিক নাসির তার পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মাদক কারবারিরা তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক নাসিরের ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেয়। নাসিরকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক নাসিরকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় মিলন,তমিজ,কারিবুল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তারাও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে। স্থানীয়রা জানায়, ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলবাড়ী বাজারের মুরগির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আলামিন ও সালাম মুরগী জবাই করা ধারালো অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। এই হামলায় জড়িতরা কেউ আইনের হাত থেকে রেহায় পাবে না। ভুক্তভোগী পরিবার জানান, এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত সাংবাদিক নাসিরকে দেখতে ছুটে যান কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, সদস্য সাইফ উদ্দিন আল আজাদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবীতে বিবৃতি দিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।