আরশীনগর প্রতিবেদক,
মেহেরপুরের গাংনী উপজেলার ০৮ নং ধানখোলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার। জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।