সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার না করায় মেহেরপুরের গাংনী বাজারের ৭ দোকান মালিককে ৫শ টাকা করে ৩ হাজার ৫টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে গাংনী বাজারের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও ক্রেতা সকল সরকারি নির্দেশনা লংঘন করে মাস্ক ব্যবহার না করায় এ জরিমানা ও করোনা ভাইরাস ও ওমিক্রণ নিয়ন্ত্রণে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করণে সচেতন করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সরকারি নির্দেশনা বাস্তবায়নের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাকিম নাজমুল আলম।এসময় গাংনী থানা পুলিশের এস আই রাতুল এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।