ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় বিদেশি অস্ত্রসহ আটক ২

arshinagar
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর

কুষ্টিয়ার খোকসায় বিদেশি অস্ত্র, গুলি ও মোটরসাইকেল সহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভার পাতিলডাঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।’

আটক দুজন হলেন ঢাকার আশুলিয়ার সাধুপাড়া গ্রামের রহমানের ছেলে সোবাহান (৩২) ও খোকসার হিজলাবট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আসিফ (১৯)। আসিফের বিরুদ্ধে খোকসার পৌরমেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার মামলা রয়েছে।’

পুলিশ জানায়, গতকাল থেকে বিশেষ অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে টহল দেবার সময় পাতিলডাঙ্গি এলাকায় পৌঁছালে একটি লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে বসা তিনজন ব্যক্তির মধ্যে পিছনের আরোহী পুলিশের গাড়ি দেখে দৌঁড় দিলে তাদের সন্দেহ হয়। এসময় মোটরসাইকেলে থাকা বাকি দুজনের দেহ তল্লাশি করতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে আটক সোবাহান ও আসিফের নিকট থেকে দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।’

পৌর মেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার আসামি পাতিল ডাঙ্গি গ্রামের জাহিদের ছেলে জনি মোটরসাইকেলের পিছন থেকে পালিয়ে গেছে বলে জানান তারা। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিদেশি অস্ত্র, গুলি ও মোটরসাইকেল সহ

দুজনকে আটক করা হয়েছে।’

এবং একজন পালিয়ে গেছে। এদের মধ্যে পালিয়ে যাওয়া ব্যক্তি জনি ও আটক আসিফের বিরুদ্ধে পৌরমেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।