ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় ডিসি

arshinagar
মার্চ ১৫, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, ভালো থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম, তাই সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি।

বুধবার সকালে কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে, এখানে পড়ালেখার পাশাপাশি ভালো খেলোয়াড়ও তৈরী হয়েছে এখান থেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মহা: মোজাম্মেল হক’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক পত্নী আইরিন আক্তার, স্থানীয় সরনকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ্জামান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা খানম ও নীলিমা বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হোসনেয়ারা,  সাইদুল ইসলাম, জাহাঙ্গীর সিদ্দিক, রেজাউল করিম,শাহিনা বেগম ও অলকা রায়, জাহাঙ্গীর সিদ্দিক, হাফেজ রুহুল আমিন, সেলিম উদ্দিন উদ্দিনসহ অন্যান্য সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন ও সিনিয়র শিক্ষক আনোয়ার আজম সরকার এর অকাল মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।