আরশীনগর প্রতিবেদক : কুষ্টিয়ায় নির্মানাধীন শেখ কামাল ষ্টেডিয়ামের কাজ পরিদর্শন করতে গতকাল কুষ্টিয়ায় এসেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কেএম আলী রেজা। তাকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সহ-সভাপতি মকবুল হোসেন লাবলু, রঞ্জু চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোছাদ্দেক আলী মনি, কোষাধ্যক্ষ লিয়াকত আলী খান সহ নির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। যুগ্ম সচিব আলী রেজা শেখ কামাল ষ্টেডিয়ামের চলমান নির্মান কাজের খোঁজ খবর নেন এবং পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।