আরশীনগর প্রতিবেদক,
গ্রাম পুরুষ শূণ্য। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম। উদ্বেগ- উৎকন্ঠায় দিন যাচ্ছে সকলের। বিশেষকরে মাদকসম্রাটের আগুন ও তান্ডবে ক্ষতিগ্রস্থ ২০ পরিবার সহায়-সম্বল হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া গ্রামের চিত্র এটি। ক্ষতিগ্রস্থদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন। বৃহস্পতিবার বিকালে তাদের হাতে চাল,ডাল,লবণ,তেল,শাড়ী ও লুঙ্গি তুলে দেয়া হয়েছে। এ সময় প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম জার্মানি,সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, বিলগাতুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাশরিকুল ইসলাম,হাজী কুতুব উদ্দীন বিশ্বাস বিশ্বাস,ইফতেখার, নোবেল,রাকেশ,সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠু তদন্ত করে এই অগ্নিসংযোগ,ভাংচুর ও লুটপাট তান্ডবে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারসহ স্থানীয় সর্বসাধারণ। উল্লেখ্য যে,ঘটনার সপ্তাহ হতে চললেও কোন আসামী গ্রেফতার হয়নি।