কুষ্টিয়ায় জেলা প্রশাসন রাজনীতিক জনপ্রতিনিধি ও পেশাজীবীদের একুশের শ্রদ্ধা নিবেদন
আরশীনগর প্রতিবেদক : কুষ্টিয়ায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত রাত ১২ঃ১ মিনিটে কুষ্টিয়ার
কালেক্টর চত্বরে ভাষা শহীদদের উদ্দেশ্য নির্মিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষে
সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সরকারী কলেজের অধ্যক্ষ মনজুর কাদির, ইসলামীয়া কলেজের অধ্যক্ষ নওয়াব আলী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার, জেলা কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন লাবলু, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক
প্রকৌশলী জাহান ই শবনম, নির্বাহী প্রকৌশলী প্রণব দেবনাথ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জাহিদুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল
ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, শিক্ষা প্রকৌশলী ইশতিয়াক ইকবাল হিমেল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা
ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজ সরকার, মৌবন, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিডিএলজি মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, এনডিসি সবুজ হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম, মডেল থানার ওসি ছাব্বিরুল আলম সহ প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।