কুষ্টিয়ায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে অমর একুশের র্যালি ও শ্রদ্ধা নিবেদন
আরশীনগর প্রতিবেদক : কুষ্টিয়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী’র নেতৃত্বে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত রাতে প্রথম প্রভাতে র্যালি নিয়ে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে ভাষা শহীদদের উদ্দেশ্য নির্মিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপিত নাসির উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, শেখ হাসান মেহেদী, অর্থ বিষয়ক সম্পাদক অজয় সুরেকা, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, প্রচার
সম্পাদক রুহুল আজম, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম
বিপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপ-দপ্তর সম্পাদক সাহাজ্জুল ইসলাম, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামীলীগ ও তার
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।