নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর
কুষ্টিয়ার সদর উপজেলার জগতি বিআইডিসি বাজারে অনলাইন পত্রিকা কুষ্টিয়ার সকাল ও কেএসটিভির কার্যালয় উদ্বোধন করা হয়। একই সাথে দৈনিক আরশীনগর, দৈনিক আজাদীর কন্ঠ পত্রিকার প্রতিনিধি সম্রাট ইসলামের কার্যালয় উদ্বোধন করা হয়।রবিবার সন্ধ্যায় এই প্রতিনিধি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দৈনিক আজাদীর কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাফেজ মাও: মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, দৈনিক আরশীনগর পত্রিকার বার্তা সম্পাদক এইচ,এম বেলাল, দৈনিক একুশে সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি আখতারুননবী মনা,সিনিয়র ফটো সাংবাদিক এস,এম,বাদল,দৈনিক আজাদীর কন্ঠ পত্রিকার মোবাইল রিপোর্টার সোহেল রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য সাংবাদিক সম্রাট ইসলাম। সর্বোপরি কার্যালয়ের সাফল্য কামনা করে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ চিন্তাবিদ গবেষক ও সাংবাদিক হাফেজ মাওঃ মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ এর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।