ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক ভবন নির্মানে গণপূর্তের নির্লজ্জ বাঁধা কেন?

আরশীনগর রিপোর্ট
মার্চ ২২, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় সড়ক ভবন নির্মানে গণপূর্তের নির্লজ্জ বাঁধা কেন?

আরশীনগর প্রতিবেদক।।
কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং-৬৩/২০২১ মোকর্দ্দমার স্থিতিবস্থা বজায় থাকা অবস্থায় গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া কর্তৃক আদালতের আদেশ অমান্য করে নালিশী জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করে যা আদালত অবমাননার শামিল। এ বিষয়ে জানা যায় যে, মজমপুর মৌজার নালিশী সি.এস. ১২৮১, ১২৮২, ১২৮৩, ১২৮৫, ১২৮৬ ও ১২৯৪ নং দাগের জমি যাহা আর.এস. রেকর্ড আমলে ৪৫৫৬ নং দাগে আর.এস ৩নং খতিয়ানভূত্ত হয়ে বাংলাদেশ সরকার পক্ষে সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়ার এর নামে সঠিকভাবে প্রস্তুত হয়ে চূড়ান্তভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। আর.এস ৪৫৫৬ দাগে মোট জমির পরিমাণ ২.৯৪৯৫ একর এবং এই জমি সহ মজমপুর মৌজার ৩নং খতিয়ানের সকল জমির খাজনা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃক নিয়মিতভাবে প্রদান করা হয়।
এখানে নালিশী সম্পত্তিতে এস.এ এবং আর.এস রেকর্ড এ নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার (বাদী)’র কোন সত্ত্ব বা নাম নেই। তৎপরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া (বাদী) কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে দেং-৪১৮/২০০৮ আর.এস রেকর্ড সংশোধনী মোকদ্দমাটি দায়ের করেন। কিন্তু তাঁর দপ্তর কর্তৃক মোকদ্দমাটির স্বপক্ষে কোন প্রকার প্রমানক দাখিল না করায় বিজ্ঞ আদালত কর্তৃক মামলাটি খারিজ হয়ে যায়।
পরবর্তীতে তাঁর দপ্তর কর্তৃক কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে দেং-৪৪৬/২০১৪ মোকদ্দমাটি পুনরায় দায়ের করা হয়। নালিশী জমির স্বপক্ষে সঠিক কাগজপত্র পুনরায় উপস্থাপন না করায় মোকদ্দমাটি ২০১৭ সালে খারিজ হয়।
উক্ত মোকদ্দমাটি পুনজ্জীবিত করার জন্য তাঁর দপ্তর কর্তৃক কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে মিস-১০৫/২০১৭ মামলা দায়ের করা হয়। উক্ত মিস-১০৫/২০১৭ মামলাটি গত ইং ০৫/১১/২০১৯ তারিখ পুনরায় খারিজ আদেশ হয়।
অত:পর বাদী কর্তৃক মিস কেসটি বহালের জন্য কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে ছানির আবেদন করেন এবং ১৪/১০/২০২০ তারিখ ছানি মঞ্জুর হওয়ায় মূল কেস দেং-৪৪৬/২০১৪ মোকদ্দমাটি বর্তমানে চলমান আছে।
পরবর্তীতে মোকদ্দমা চলমান থাকাকালে তাঁর দপ্তর কর্তৃক উক্ত জমিতে কাজ না করার জন্য নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়। কিন্তু আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত হন নাই।
দেং-৪৪৬/২০১৪ মোকর্দ্দমা চলমান থাকা অবস্থায় ২৯/১১/২০২১ তারিখে বাদী পক্ষ হতে (গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া) অত্র মোকর্দ্দমা উত্তোলন ও পুন:দাখিলের জন্য প্রার্থনা দরখাস্ত করা হয়। আদালত কর্তৃক বিবাদী পক্ষের (সড়ক ও জনপথ বিভাগ) আপত্তির পরিপ্রেক্ষিতে আবেদনটি না মঞ্জুর হয়।
অত:পর ৩০/১১/২০২১ তারিখে বাদী পক্ষ হতে পুনরায় অত্র মোকর্দ্দমা উত্তোলনের দরখাস্ত করা হয়।
পরবর্তীতে ৩০/১১/২০২১ তারিখে বাদী পক্ষ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং-৬৩/২০২১ নতুন মোকর্দ্দমা রুজু করেন।
০১/১২/২০২১ তারিখে দেং-৬৩/২০২১ মোকর্দ্দমার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন এবং বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ০২/১২/২০২১ তারিখে উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। অদ্যবধি উক্ত স্থিতিবস্থা চলমান আছে।
এমতাবস্থায়, বাদী পক্ষ (গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া) আদালতের আদেশ অমান্য করে নালিশী জমির উপর দরপত্র আহ্বানের মাধ্যমে কার্যাদেশ প্রদান সাপেক্ষে নির্মাণ কাজ শুরু করেন। যা সম্পুর্ণরুপে আইন বহির্ভূত।
কুষ্টিয়ায় সড়ক বিভাগের সার্কেল অফিস নির্মানে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বারবার কেন অযাচিত এবং অবৈধভাবে অনধিকার চর্চা করছেন তা কারও বোধগম্য নয়। তবে এটি কুষ্টিয়াসহ এই অঞ্চলের সড়ক বিভাগের উন্নয়নের চরম হুমকিস্বরুপ বলে উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন। এখানে স্থায়ীভাবে সড়কের সার্কেল ভবন নির্মিত হলে কুষ্টিয়াসহ এই অঞ্চলের সড়ক বিভাগের চেহারা পাল্টে যাবে যা জননেতা মাহবু্বউল আলম হানিফ এমপি’র উন্নয়ন অগ্রযাত্রায় আরও নতুন নতুন পালক যুক্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।