ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন,লাশ মর্গে,স্বামী পলাতক

arshinagar
মার্চ ১২, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ায়  মারুফা(২০) খাতুন নামে এক গৃহবধু কে যৌতুকের জন্য নির্যাতন করে জীবন প্রদীপ নিভিয়ে দিলেন পাষন্ড স্বামী। শনিবার বিকাল ৩ টার  দিকে নির্যাতনের শিকার ঐ গৃহবধুর শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন গৃহবধুর প্রতিবেশীরা। বিকাল ৫  টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। গৃহবধুর শরীরে নির্যাতনের চিহ্ণ থাকায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মৃতের বাবা গোলাম মোস্তফা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত ১০ টা) লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনার পর পরই স্বামী আত্মগোপন করেছে বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসে কুষ্টিয়া সদর উপজেলাধীন দূর্গাপুর ইউপির মনোহর পুর গ্রামের জনৈক জাহিদুল ইসলামের সাথে বিবাহ হয়। সে  ছিল বেকার। বিয়ের পর কখনো নগদ টাকা, কখনো মোটরসাইকেল চেয়ে বসত অভিযুক্ত স্বামী। দাম্পত্য কলহ মেটাতে শালিস সভা হয়েছে
কয়েক দফা। যৌতুকের জের ধরে বলি হলেন হতভাগ্য গৃহবধু। পুলিশ তদন্ত করছে বলে কুষ্টিয়া মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।