কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
আরশীনগর রিপোর্ট।। কুষ্টিয়ায় ট্রাক ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও চালক ছেলে নিহত হয়। সকাল ৯ টার দিকে কবুরহাট গ্রাম থেকে শহরে নানা বাড়ি আসার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক চাপা দিলে দুর্ঘটনাস্থল বটতৈল মোড়ে মটর সাইকেল চালক কলেজ ছাত্র ইফতিয়াজ (২২) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মা অঞ্জনা (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মটর সাইকেলে থাকা নিহত কলেজ ছাত্রের ছোট ভাই ইফাদ (১০) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল/পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। নিহতরা হলেন কবুরহাট এলাকার নামজুলের স্ত্রী অঞ্জনা এবং বড় ছেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র ইফতিয়াজ।
আজ বিকেলে আছরের নামাজ শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়।