ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রশান্তির বৃষ্টির আশায় সলাতুল ‘ইস্তিসকার’ নামাজ আদায়

arshinagar
এপ্রিল ১৯, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,

গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহে পুড়ছে কুষ্টিয়া সহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুল। ১৯ এপ্রিল বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া পূর্বপাড়া দারুল হামদ্ জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে মাদরাসা সংলগ্ন ময়দানে প্রশান্তির বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে প্রচুন্ড তাপমাত্রার মধ্যে সলাতুল ‘ইসতিসকার’ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এতে অসংখ্য মুসল্লি অংশ নেন। সালাতুল ইস্তিসকা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কুষ্টিয়া সদর সেক্রেটারি ও বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওঃ মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। এই বিশেষ নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লি অংশগ্রহণ করেন।নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, কিছুদিন ধরেই কুষ্টিয়ায় তীব্র তাপদাহ চলছে। বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টির কারণে গাছ থেকে আম ঝরে যাচ্ছে। সেচ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা হয়েছে। হাফেজ মাওঃ মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ বলেন গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। তিনি আরও বলেন,আল্লাহই একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক। তার কাছেই আমরা বৃষ্টি চেয়ে নতজানু হয়েছি। বিশেষ মোনাজাতে প্রার্থনাও করেছি।নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করার মাধ্যমে সলাতুল ইস্তিস্কা নামাজের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।