কুষ্টিয়ায় নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট সহ ৭ জন আটক
কুষ্টিয়া র্যাব-১২- ক্যাম্পের পৃথক আভিযানে জেলার কুষ্টিয়া সদর ও মিরপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট-৯৯৬ পিছ,৭ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, তাজ উদ্দিন আহমেদ(৩০), পিতাঃ জাবেদ ইকবাল, সাং-কবুরহাট মাদ্রাসাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, খোকন মীর (৩৫), পিতাঃ মৃত আজমত মীর, সাং- মিনাপাড়া, থানা- কুষ্টিয়া সদর ৩। আজাদ আলী (৩৮), পিতা- মৃত আদম আলী, সাং- কবুরহাট, থানা- কুষ্টিয়া সদর ৪। আলী শেখ (২৩), পিতা- রহিম উদ্দিন শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর ৫। খোকন শেখ (৪৫), পিতাঃ সিরাজ শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর ৬। বিজন শেখ (২৪), পিতাঃ সাহাবুল শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর, ৭। রুবেল শেখ (২৯), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- চিথলিয়া খয়ের চারা, থানা-মিরপুর, সর্ব জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।