কুষ্টিয়ায় প্রবাসী কল্যাণের সচেতনতামুলক সভা
আরশীনগর প্রতিবেদক ।। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আজ ২৩ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন, রিক্রুটিং লাইসেন্স, আচরণ ও শ্রেণিবিভাগ বিধিমালা’ বিষয়ে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার। সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন দপ্তর প্রধান এতে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।